রহমত নিউজ 16 August, 2025 06:56 PM
নির্বাচিত সরকারই দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে বলে মনে করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ।
তারা বলেন, আমরা আশাবাদী আসন্ন জাতীয় নির্বাচন সরকার ঘোষিত সময় অনুযায়ী সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। একটি গ্রহণযোগ্য, প্রতিনিধিত্বশীল ও নির্বাচিত সরকারই পারে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে।
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর নবাবগঞ্জ বাগমারা হলিডে পার্টি সেন্টারে জমিয়ত ঢাকা জেলা দক্ষিণের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরও বলেন, শতবর্ষী ঐতিহ্যবাহী রাজনৈতিক কাফেলা হিসেবে সবসময় ইসলামী মূল্যবোধ, জাতীয় স্বার্থ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে জমিয়ত। আমরা বিশ্বাস করি, রাজনীতি জনগণের কল্যাণের মাধ্যম, ব্যক্তিগত বা গোষ্ঠীগত সুবিধার মাধ্যম নয়।
তারা বলেন, বর্তমানে একটি সুবিধাবাদী ও সুযোগসন্ধানী মহল নির্বাচনী ঐক্যের নামে জমিয়তকে প্রশ্নবিদ্ধ করতে অপচেষ্টা চালাচ্ছে। আমরা তাদের স্পষ্টভাবে বলতে চাই, জমিয়তের অবস্থান সুদৃঢ়, স্বতন্ত্র ও নীতিনিষ্ঠ। জমিয়ত কারও হুমকি, ফাঁদ বা চাপে নীতিতে ছাড় দেবে না।
তারা আরও বলেন, আমরা ঐক্যের বিপক্ষে নই, তবে তা হতে হবে স্বচ্ছ, শ্রদ্ধাপূর্ণ ও নৈতিক ভিত্তিতে। জনগণের স্বার্থ ও দেশের ভবিষ্যৎ বিবেচনায় গঠিত ঐক্যই ফলপ্রসূ হতে পারে বলে আমরা বিশ্বাস করি।
জেলা আহ্বায়ক মাওলানা আফযাল হোসাইন রাহমানীর সভাপতিত্বে ও সচিব মুফতী হায়াত মাহমুদ জাকিরের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
এতে আরও বক্তব্য রাখেন, মাওলানা জিয়াউল হক কাসেমী, মুফতী ইমরানুল বারী সিরাজী, মাওলানা মাহবুবুর রহমান নবাবগঞ্জী প্রমুখ।